প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২২ ১৬:০১

দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের পূর্বদিকের শহর বক্সবার্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে দশ জন মারা গেছে এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় অর্ধেকের অবস্থা গুরুতর এবং অন্য ১৫ জন গুরুতর আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে জরুরী পরিষেবা।

বিবিসি জানিয়েছে, তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী ট্যাঙ্কারটি শনিবার সকালে বক্সবার্গের একটি হাসপাতাল ও বাড়ির কাছাকাছি একটি উড়াল সেতুর নিচে বিস্ফোরিত হয় পড়ে।

এই অঞ্চলের জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম এন্টলাদি এএফপিকে বলেন, ৬০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্যাঙ্কারটি উড়াল সড়কের নিচে দিয়ে যাওয়ার সময় আটকে যায় এবং প্রচণ্ড ধাক্কার কারণে সেটিতে আগুন ধরে যায়।

দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা কালে দুর্ভাগ্যবশত, ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ধাক্কায় একটি ফায়ার ইঞ্জিন এবং দুইটি গাড়ি উড়ে যায়। এতে ছয় দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন বলে জানান এন্টলাদি।

এদিকে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে তাম্বো মেমোরিয়াল হাসপাতালের দূরত্ব মাত্র ১০০ মিটার। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় হাসপাতালটির ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..

উপরে