প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২২ ১৬:০২

বড়দিন উপলক্ষে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের ভিড়

অনলাইন ডেস্ক
বড়দিন উপলক্ষে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের ভিড়

দেশি-বিদেশি পর্যটকদের কাছে কলকাতার বড়দিন মানেই পার্ক স্ট্রিটের আলোয় মোরা পরিবেশ। ২৪ ডিসেম্বর (শনিবার) রাতেই অনেকে বড়দিনের আনন্দ উপভোগ করতে পার্ক স্ট্রিট মুখী হন।

বড়দিন উপলক্ষে আলোয় সেজে উঠেছে শহর কলকাতা। পার্কস্ট্রিট হোক বা কলকাতার নিউ মার্কেট মূলত শহরের প্রায় সব জায়গায় বড়দিন উদযাপনে মেতেছেন দেশ-বিদেশের পর্যটকরা।

গতকাল রাত থেকে কলকাতার পার্ক স্ট্রিটের ভিড় বেড়েই চলেছে। বড়দিনে আনন্দে মাতোয়ারা আট থেকে আশি সবাই।

পার্ক স্ট্রিটের আলোর রোশনাই সঙ্গে লাল সাদা টুপির ভিড়ে জমজমাট গোটা এলাকা। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ। উৎসবের আনন্দে মেতে উঠতে কলকাতা সেখানে ভিড় জমিয়েছে বাংলাদেশি পর্যটকরাও।

খুলনার অরিন্দম বিশ্বাস বলেন, কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনে এসে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে, বাংলাদেশের সবাই চলে এসেছে কলকাতার পার্ক স্ট্রিটে। সমস্যা একটু হয়েছে দশটা হোটেল খুঁজে একটা হোটেল পেয়েছি। ১২০০ টাকার হোটেল ১৮০০ টাকা দিয়ে থাকতে হচ্ছে। ঘোরার জন্যই কলকাতায় এসেছি, ভালোই ঘুরছি, খাওয়া দাওয়া হচ্ছে। কলকাতার সবকিছুই ঠিক আছে, ভালো লাগছে।

বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা প্রণব কুমার মন্ডল জানান, ভারত হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই এখানে সব ধর্মের উৎসব পালনের সুযোগ রয়েছে।

বড়দিন উপলক্ষে কলকাতা পার্ক স্ট্রিটে পর্তুগিজ চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ও তার কন্যা আজানিয়া। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..

উপরে