প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩ ১২:১৮

মোদীর গাড়ির দিকে ছোটা যুবককে আটকালো পুলিশ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক
মোদীর গাড়ির দিকে ছোটা যুবককে আটকালো পুলিশ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভারতের কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড় ত্রুটি দেখা গেলো। এবার রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয়ে (গাড়ি বহর) ঢোকার চেষ্টা করলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।

শনিবার (২৫ মার্চ) কর্ণাটকে নির্বাচনী জনসভা ছিল নরেন্দ্র মোদীর। জনসভা শেষে একটি রোড শো করেন মোদী। সেই রোড শো চলাকালীনই মোদীর কনভয়ে এক যুবক ঢোকার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে এক যুবক হঠাৎ করেই নিরাপত্তা বলয় ভেঙে প্রধানমন্ত্রীর রোড শোতে ঢোকার চেষ্টা করছেন। যদিও পরক্ষণেই নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন।

এর আগে গত জানুয়ারি মাসেই কর্ণাটকে মোদীর নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল। সেবারেও প্রধানমন্ত্রীর জনসভায় এক যুবক ঢোকার চেষ্টা করেছিলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর রোড শো চলছিল তখন। রাস্তায় দু’পাশে ছিলেন অসংখ্য মানুষ। গাড়ির দরজায় দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করছিলেন মোদী। আচমকা হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর গলায় মালা পরানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাকে থামান উপস্থিত নিরাপত্তারক্ষীরা।

বছর খানেক আগেও পাঞ্জাব সফরকালে নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে ছিল। পাঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে