প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ১৭:১১

এ যেন অন্য ট্রাম্প

অনলাইন ডেস্ক
এ যেন অন্য ট্রাম্প

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুস প্রদানের মামলায় আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় এক ঘন্টা পরই ট্রাম্প মুক্তি পেয়ে আদালতকক্ষ ত্যাগ করেন তিনি।

ম্যানহাটনের একটি আদালতে যখন প্রবেশ করেন তখন ট্রাম্পকে একেবারেই অন্য রকম মনে হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়েও বেশি চুপচাপ আর শান্ত থাকতে দেখা গেছে তাকে।

ডোনাল্ড ট্রাম্প তার সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে আদালতে প্রবেশ করেন। এ সময় তিনি নীল স্যুট এবং লাল টাই পরা ছিলেন। তিনি প্রবেশ করতেই আদালতে গুঞ্জন শুরু হয়।

সে সময় তাকে বেশ বিষন্ন দেখা গেছে এবং ধীর পদক্ষেপে হাটতে দেখা গেছে। ট্রাম্প চলে যাওয়ার সময় সাংবাদিকদের কথার কোনও জবাব দেননি। এমনকি তিনি আদালত ছাড়ার সময়ও নীরবতা বিরাজ করছিল। তবে ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন।

সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন।

স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্প।

তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। সব অভিযোগেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এর আগে আত্মসমর্পণ করতে মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটান আদালতে পৌঁছান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে পৌঁছনোর পরই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। সে সময় নিউইয়র্কজুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে