এরদোয়ানের পোস্টারে হিটলারের গোঁফ আঁকায় কিশোর গ্রেফতার
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্বাচনী পোস্টারে গোঁফ আঁকা এবং অপমানসূচক কথাবার্তা লেখার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার (৬ জুন) ওই কিশোরকে গ্রেফতার এবং পরে জেলে পাঠানো হয়। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তুর্কি সংবাদপত্র বিরগুন, কুমহুরিয়েত এবং বেসরকারি টিভি চ্যানেল হালক টিভিসহ বেশ কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেরসিনের এক কিশোর তার বাড়ির কাছে এরদোয়ানের একটি পোস্টারে কলম দিয়ে হিটলারের গোঁফ এবং অপমানজনক মন্তব্য লিখেছে বলে অভিযোগ আনা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তাকে শনাক্ত করা হয়। এরপর ওই কিশোরকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ। এসময় সে এরদোয়ানের পোস্টারে গোঁফ আঁকার অভিযোগ স্বীকার করলেও অপমানসূচক কিছু লেখার কথা অস্বীকার করে।
হালক টিভির খবর বলছে, ছেলেটিকে পাবলিক প্রসিকিউটরের সামনে হাজির করা হলে ‘প্রেসিডেন্টকে অপমান’ করার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং কিশোর অপরাধীদের জন্য নির্ধারিত একটি জেলে পাঠানো হয়।
৬৯ বছর বয়সী এরদোয়ান দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। গত ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লুকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো তুর্কি প্রেসিডেন্টের চেয়ারে বসছেন তিনি।
তুরস্কের বিচার মন্ত্রণালয়ের মতে, দেশটিতে ‘প্রেসিডেন্টকে অপমান’-এর মতো ঘটনা নিয়মিতই ঘটে থাকে। গত বছরও এই অভিযোগে ১৬ হাজার ৭৫৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন