প্রকাশিত : ১৪ জুন, ২০২৩ ১৫:৩২

ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক
ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত

ইউক্রেনের কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে বেসামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। ইউক্রেনের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

এক রাতে চার দফা ওই শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণ কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, লক্ষ্যে আঘাত হানার আগেই রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

বিমান হামলা এবং ক্রমাগত বিস্ফোরণে শহরের কেন্দ্রে অবস্থিত একটি ব্যবসা কেন্দ্র, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি আবাসিক কমপ্লেক্স, খাদ্য প্রতিষ্ঠান এবং বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে লোকজন আটকা পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এদিকে বেশি কিছু অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের দাবি ইতোমধ্যেই তারা তিনটি গ্রাম রুশ সেনাদের হাত থেকে মুক্ত করেছে।

অপরদিকে ইউক্রেনকে আরও ৩২ কোটি ৫০ লাখ ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই ঘোষণা দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এমন এক সময় এই সামরিক সহায়তার ঘোষণা দিল যখন দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ৩২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের এই প্যাকেজে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে ৪ হাজার ডলারের বেশি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ক্ষমতা, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেমের জন্য অতিরিক্ত যুদ্ধাস্ত্র, আর্টিলারি রাউন্ড, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, সাঁজোয়া যান এবং অন্যান্য সরঞ্জাম নতুন প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ২৫টি সাঁজোয়া যান, ১৫টি ব্র্যাডলি ইনফেন্ট্রি যুদ্ধযান এবং ৬টি স্ট্রাইকার বাহক, সেই সঙ্গে প্রতিবন্ধকতা দূর করার জন্য অস্ত্র এবং ২ কোটি ২০ লাখ ডলারেরও বেশি ছোট অস্ত্র, গোলাবারুদ এবং গ্রেনেড।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে