সহকর্মীকে যৌন হয়রানি, সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড
ভারতের তামিলনাডুতে সাবেক পুলিশ কর্মকর্তাকে যৌন হয়রানির অপরাধে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সেখানের এক আদালত। রাজেস নামের ওই শীর্ষ কর্মকর্তা সহকর্মী অন্য এক নারী কর্মকর্তাকে যৌন হয়রানি করেন। খবর এনডিটিভির।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নারী আইপিএস কর্মকর্তা। তৎকালীন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে পালানিসামির নিরাপত্তার জন্য ডিউটিতে যাওয়ার সময় ওই কর্মকর্তা তাকে যৌন হয়রানি করে।
এই ঘটনার পর এআইএডিএমকে সরকার দাসকে বরখাস্ত করে ও তদন্তের জন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছিল।
প্রসিকিউশন পুলিশ সদস্যসহ ৬৮ জনের জবানবন্দি রেকর্ড করেছে। অভিযুক্ত কর্মকর্তা আপিল ও অবিলম্বে জামিন চাইতে পারেন।
২০২১ সালে এটি ভোটের ইস্যুতে পরিণত হয়েছিল ও তৎকালীন বিরোধী দলের নেতা এম কে স্ট্যালিন ক্ষমতায় গিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শাস্তির আশ্বাস দিয়েছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন