পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে দলের কার্যালয়ে ঢুকে ধনঞ্জয় চৌবে নামে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ওই নেতা দেহরক্ষী শেখর দাসও গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে পুরুলিয়া জেলার আদ্রারপান্ডে বাজারে দলের স্থানীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ধনঞ্জয় চৌবে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে দলের কার্যালয়ের বারান্দায় কর্মীদের সঙ্গে তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে বসেছিলেন। তার সঙ্গে ছিলেন দেহরক্ষী শেখর দাস। হঠাৎ মোটরসাইকেলে দুজন এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলে ছোড়ে। এতে তার তলপেটে গুলিবিদ্ধ হয়। তার দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যান হামলাকারীরা।
এদিকে, দ্রুত তাদের উদ্ধার করে রঘুনাথপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ধনঞ্জয়কে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ধনঞ্জয় চৌবের শরীরে মোট পাঁচটি গুলি লেগে। তার দেহরক্ষী শেখর দাসের শরীরে আঘাত হেনেছে একটি বুলেট। দেহরক্ষী শেখরের অবস্থাও আশঙ্কাজনক।
অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিশাল বাহিনী। তারা পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, আততায়ীরা .৩২ ক্যালিবারের বুলেট ব্যবহার করেছে। পুলিশ তদন্তে নেমেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দুজনের গুলি লেগেছে। কী কারণে গুলি চালানো হলো- তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন