ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
ইরানে এক পুলিশ স্টেশনে গ্রেনেড হামলার পর হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলিতে ইরানের দুইজন পুলিশ সদস্য ও চার সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
প্রদেশটির নিরাপত্তা উপপ্রধান আলিরেজা মারহামতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, চারজন অজ্ঞাত সশস্ত্র হামলাকারী জাহেদানের ১৬ নম্বর পুলিশ স্টেশনে হামলা চালিয়ে প্রবেশ করে। হামলাকারীরা ওই পুলিশ স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে দরজা খুলে। এতে পুলিশ ও তাদের মধ্যে গোলাগুলি হয়েছে।
সিস্তান-বেলুচিস্তান পুলিশ প্রধান দৌস্তালি জালিলিয়ানের বরাত দিয়ে তাসনিম সংবাদ সংস্থা জানায়, গোলাগুলিতে দুইজন পুলিশ নিহত হয়েছে। এছাড়া হামলায় জড়িত চারজন সন্ত্রাসীই নিহত হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন