প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১১:২৮
পাকিস্তানে বাস খাদে, নিহত ১২
অনলাইন ডেস্ক
পাকিস্তানে দ্রুতগতির কারণে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এর আগ রোববার (১৬ জুলাই) গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার থালিচির কাছে কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতির কারণে পর্যটকদের বহনকারী একটি কোস্টার থালিচির কাছে কারাকোরাম হাইওয়ে থেকে ছিটকে পড়ে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। কোস্টারটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন