প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৩ ১০:৪১

ভিডিওকলে পর্নো চালিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেইলের চেষ্টা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
ভিডিওকলে পর্নো চালিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেইলের চেষ্টা, গ্রেফতার ২

গত জুন মাসে হোয়াটসঅ্যাপে একটি ভিডিওকল পেয়েছিলেন ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী। কলটি রিসিভ করতেই অন্যপাশে একটি পর্নো ভিডিও চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে কল কেটে দেন তিনি।

এরপর ওই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ফোনকল পান সেই মন্ত্রী। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

বুধবার (২৬ জুলাই) এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টায় দুই যুবককে রাজস্থান থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

তিনি জানান, গত জুন মাসে মামলা দায়ের হয়। এরপর জুলাই মাসে মোহাম্মদ ওয়াকিল ও মোহাম্মদ সাহিব নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইউনিট এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে কোন মন্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, তা জানানো হয়নি।

সূত্র: পিটিআই, এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে