প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ১৭:০১

গাড়ি থেকে নেমে দুর্ঘটনায় ভুক্তভোগীর খোঁজ নিলেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক
গাড়ি থেকে নেমে দুর্ঘটনায় ভুক্তভোগীর খোঁজ নিলেন রাহুল গান্ধী

গাড়িতে সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। পথে ঘটলো ‘বিপত্তি’। স্কুটার থেকে পড়ে গিয়েছিলেন এক আরোহী। এ ঘটনা দেখে গাড়ি থেকে নেমে এলেন কংগ্রেস সংসদ সদস্য। আরোহীর খোঁজ নিয়ে জিজ্ঞেস করলেন, আপনার চোট লাগেনি তো?

রাহুলের পথে থামার ভিডিওটি টুইটারে পোস্ট করেছে কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে, কনভয় নিয়ে সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল। হঠাৎই গাড়ি থামিয়ে নেমে আসেন। রাস্তার অন্য প্রান্তে গিয়ে স্কুটার আরোহীর সামনে দাঁড়ান। স্কুটারের পেছনে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। সম্ভবত স্কুটারটিতে ধাক্কা দিয়েছে গাড়িটি। গাড়ির চালক ও আরোহীর মধ্যে সেই নিয়ে বাদানুবাদ চলছিল। তখনই উপস্থিত হন রাহুল। স্কুটার আরোহীকে জিজ্ঞেস করেন, আপনার চোট লাগেনি তো? 

এরপর স্কুটার আরোহী ও গাড়ির চালকের সঙ্গে দু-একটা কথা বলে করমর্দন করেন রাহুল। তার নিরাপত্তারক্ষীরা স্কুটার থেকে পড়ে যাওয়া আরোহীর জিনিসপত্র তুলে দেন। শেষে রাহুল উঠে যান নিজের গাড়িতে। কংগ্রেস এই ভিডিও পোস্ট করে লিখেছে, ‘জননায়ক’।

মোদী-পদবি নিয়ে বিতর্কের জেরে গত ২৩ মার্চ গুজরাটের আদালতের নির্দেশে সংসদ সদস্য পদ হারিয়েছিলেন রাহুল। তবে সুপ্রিম কোর্ট মানহানির মামলায় তাকে দোষী সাব্যস্ত করার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। তারপর সোমবার সংসদ সদস্য পদ ফিরে পেয়েছেন তিনি।

বুধবার সংসদ সদস্য পদ ফিরে পাওয়ার জন্য ধন্যবাদ দিয়ে অনাস্থা বিতর্কে বক্তৃতা করেন রাহুল। এসময় মণিপুর নিয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে