অন্তঃসত্ত্বা হওয়ায় তরুণীর গায়ে আগুন দিলো মা-ভাই

অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অবিবাহিত এক তরুণী। জানতে পেরে রাগে ফেটে পড়ে বাড়ির লোকজন। এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে তারাই টানতে টানতে মেয়েটিকে কাছের জঙ্গলে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন।
পুলিশ এরই মধ্যে আটক করেছে অভিযুক্তদের। ৭০ শতাংশ দগ্ধ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
জানা গেছে, উত্তরপ্রদেশের হাপুর জেলায় নওয়াদা খুর্দ গ্রামে থাকতেন ওই তরুণী। গ্রামেরই এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে নিয়মিতই শারীরিক সম্পর্ক হতো। এরপরই ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
খবর জানার পর মেয়েটির মা ও ভাই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। এরপরই মেয়েটিকে টানতে টানতে কাছের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তারপর তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে।
তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে আরও বড় কোনো হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছেন। পুলিশ আটক করেছে অভিযুক্তদের। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন