গাজায় হাসপাতালের বাইরে বিস্ফোরণে নিহত ১৩
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার আল শিফা হাসপাতালের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সের একটি বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এসব অ্যাম্বুলেন্সে করে আহত ফিলিস্তিনিদের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী সেগুলো লক্ষ্য করে বর্বর হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে, তারা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে। তাদের দাবি ওই অ্যাম্বুলেন্সটি হামাসের। তবে তারা কোন স্থানে হামলা চালিয়েছে তা জানানো হয়নি।
এদিকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, ৮ অক্টোবর থেকেই আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রবেশ করেছি, তবে যুদ্ধের এই পর্যায়েই আমরা সীমাবদ্ধ থাকবো না। যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে।
তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তের যে অবস্থা তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন যারা সীমান্তে রয়েছেন। প্রতিনিয়ত ইসরায়েলের সীমান্তবর্তী সব ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানো হচ্ছে। ৪৩ হাজার ইহুদি বসতি স্থাপনকারী উপশহরগুলো ছেড়ে চলে গেছে। শুক্রবার (৩ নভেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক লাইভ ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমাদের ৫৭ জন সদস্য নিহত হয়েছেন। তিনি আরও বলেন, যেকোনো সময় যুদ্ধ বিস্তৃতি লাভ করতে পারে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন