প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ০১:২২

ইরানে ইসরাইলি হামলার পুরো দায় যুক্তরাষ্ট্রের : হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
ইরানে ইসরাইলি হামলার পুরো দায় যুক্তরাষ্ট্রের : হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহ শনিবার মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি 'বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি' সম্পর্কে সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র রানের ওপর ইসরাইলের শুরু করা 'বিশ্বাসঘাতক' অভিযানের “পুরো দায” ওয়াশিংটনের ওপর বর্তায়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে।”

এতে বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরাইলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়। সূত্র: বাসস 

উপরে