স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮
স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৫৮ জনে দাঁড়িয়েছে, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে দেশটির জরুরি উদ্ধার পরিষেবার উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে আঘাত হানা বন্যায় শুধুমাত্র ভ্যালেন্সিয়া প্রদেশেই,কমপক্ষে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
ভ্যালেন্সিয়ান অঞ্চলের জরুরি সমন্বয় কেন্দ্র সোশ্যাল মিডিয়া প্ল্য্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছে, উদ্ধারকর্মীরা এখনও ক্ষতিগ্রস্তদের সন্ধান করছে এবং মৃতদের শনাক্ত করছে।
আঞ্চলিক জরুরি পরিষেবা জানায়, আন্দালুসিয়া ও কাস্টিল-লা মাঞ্চায় আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ান অঞ্চলে সেন্টার ফর কো-অর্ডিনেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড অপারেশনস (সিইসিওপিআই) পরিদর্শনকালে সতর্ক করেছেন, যে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যা সৃষ্ট আবহাওয়ার জরুরি পরিস্থিতি ‘শেষ হয়নি’। - সূত্র: বাসস