প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫ ০৯:২৪

যুদ্ধবিরতির ঘোষণায় গাজায় ফিলিস্তিনিদের উল্লাস

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
যুদ্ধবিরতির ঘোষণায় গাজায় ফিলিস্তিনিদের উল্লাস
বুধবার রাতে হামাস-ইসরাইলের যুদ্ধ বিরতি চুক্তিতে ফিলিস্তিনিদের বাধভাঙ্গা উল্লাস। ছবি- আল জাজিরা

গাজা উপত্যকাজুড়ে যুদ্ধবিরতির কার্যকরের পর ফিলিস্তিনিদের মধ্যে চলছে ব্যাপক উল্লাস। বুধবার, হামাস ও ইসরায়েল দুটি পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধবিরতির ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসে গাজার হাজার হাজার মানুষ। পুরো গাজা জুড়ে আনন্দের মাতামাতি চলছে, বিভিন্ন শ্লোগান এবং নাচগানের মাধ্যমে দিবসটি উদযাপন করছে শিশু ও বয়স্করা। আতশবাজিও পোড়ানো হচ্ছে আনন্দের নিদর্শন হিসেবে।

গত দেড় বছরে প্রথমবারের মতো যুদ্ধের ভয়াবহতা থেকে কিছুটা মুক্তি পাচ্ছে গাজার সাধারণ মানুষ। এই সময়ের মধ্যে প্রায় ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬ সপ্তাহ, অর্থাৎ ৪৩ দিন। এই সময়কালে হামাস ৩৩ জন ইসরায়েলি বন্দি মুক্তি দেবে, এর মধ্যে সাধারণ নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরা রয়েছে। এর বদলে, ইসরায়েল প্রায় এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

গাজার খাদ্য, পানি ও ঔষধের সংকট মোকাবিলায় যুদ্ধবিরতির আওতায় প্রতিদিন ৬০০টি ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে, যা বাসিন্দাদের জন্য একটি বড় স্বস্তির খবর। এছাড়া, গাজা ও আশপাশের অঞ্চলে ইসরায়েলি সেনা ক্যাম্পগুলো ধীরে ধীরে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

এই চুক্তি কার্যকর হবে রবিবার থেকে, যা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

ইসরায়েলি বর্বরতার ১৫ মাস পর, এই যুদ্ধবিরতি ফিলিস্তিনের জনগণের জন্য এক আশা জাগানিয়া মুহূর্ত।

উপরে