প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০১:৪২

বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে। বুধবার ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রকাশ করেছে রয়টার্স।

ওই কর্মকর্তা এ পরিকল্পনার বিস্তারিত জানাননি। তবে ফক্স নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ক এক আদেশের বরাতে প্রথম খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ভিসা স্থগিতের এ কার্যক্রম আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে।

ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত এসব দেশের জন্য ভিসা দেওয়া বন্ধ থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, ‘পাবলিক চার্জ’ নিয়মের অধীনে তারা ভিসার আবেদন বাতিল করতে পারবেন।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ও ভিসা বিষয়ক নীতি কঠোর হয়েছে। একের পর এক পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে এই ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত এসেছে।

ভিসা স্থগিতের তালিকাভুক্ত দেশগুলো হলো:

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান, ইয়েমেন।

এ তালিকায় থাকা দেশগুলোতে ভিসা স্থগিত হওয়ায় ওই দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত এবং ভিসা প্রাপ্তিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

উপরে