প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ০১:৪৪

আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ
আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহী জেলার তানোর উপজেলার মুন্ডুমালায় শীতার্ত দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আশার আলো ফাউন্ডেশন। বুধবার বিকাল ৪ টার সময় মুন্ডুমালা এলাকায় ৫০ জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাসেল উদ্দিন আল বানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কমিটি সদস্য এবং সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, যাদের শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বলও নেই, তাদের দিকে যত দ্রুত সম্ভব সহযোগিতার হাত বাড়াতে হবে।” এছাড়া তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাসেল উদ্দিন আল বানী বলেন, “আপনাদের কাছে সামান্য কিছু উপহার দিতে পেরেছি সকল সদস্যের সহযোগিতা এবং পরিশ্রমের ফলে। সবাই এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যেন ২০২৬ সালের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়।”

উপরে