প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২১ ০১:০১

মঞ্চ নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে ব্যাস্ত বগুড়ার অভিনেতা শাহাদৎ

ষ্টাফ রিপোর্টার
মঞ্চ নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে 
ব্যাস্ত বগুড়ার অভিনেতা শাহাদৎ

বিরতীর পর আবারো সেটে ফিরেই ব্যাস্ত সময় পার করছেন মঞ্চ ও ছোটপর্দার জনপ্রিয় শক্তিমান অভিনেতা শাহাদৎ হোসেন। একের পর এক কাজ করে যাচ্ছেন বগুড়ায় জন্মগ্রহণ করা শাহাদৎ করোনা ভাইরাসের মধ্যেও তিনি বেশ কিছু কাজ শুরু করেছেন। কাজের মধ্যে আছে তিনটি স্বল্প দৈর্ঘ, একটি সরকারি অনুদানের পূর্ণদৈর্ঘ, নাটক একটি, বিজ্ঞাপন দুটি, হাতে আছে একটি বিজ্ঞাপন ও দুটি নাটক। এছাড়া তিনি ভারতীয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলিতে অভিনয় করে দেশে ফিরেছেন।

শক্তিমান অভিনেতা শাহাদৎ হোসেন জানান, বগুড়া শহরের মাটিডালি এলাকার বাসিন্দা তিনি ১৯৯৩ সালে বগুড়া থিয়েটারের নাট্যজীবন শুরু করেন। বগুড়ার মঞ্চে নাটকে কাজ করতে করতে তিনি ঢাকায় বিভিন্ন চ্যানেল, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। বগুড়া থিয়েটারে তার প্রথশ নাটক ছিল পাথর। পাথর নাটকে অভিনয় করে তিনি দর্শক নন্দিত হন। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মাঝে ব্যবসায়িক কারণে টানা ৬ বছর বিরতী দেন অভিনয়ে। অভিনয় থেকে দূরে থাকার পর আবারো মঞ্চ ও টিভি মাধ্যমে ব্যস্ততা বাড়িয়েছেন। সাম্প্রতি তিনি নিশো আল মামুনের রচনা ও হোসনে মোবারক রুমীর পরিচালনায় ১ ঘন্টার নাটক ‘তবুও জীবন ’ এর শুটিং শেষ করেছেন। শাহাদৎ হোসেন ছাড়াও এই নাটকে অভিনয় করছেন মানষ বন্দপাধ্যায়, প্রাণ রায়, নদী, রওনক হাসান, জোস্না, নাজিরা মৌ প্রমুখ। তার অভিনীত উল্লেখযোহ্য নাটকের মধ্যে রয়েছে ঘর জামাই, যাদুকর, আগান্তুক, পাশাপাশি। এছাড়াও সঙ্খনাথ, বাঁশি, রুপান্তর, অপেক্ষাসহ প্রায় ১২টির মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সবগুলো মাধ্যমে অভিনয় করে সুনাম করেছেন। ২০১৯-২০২০ অর্থ বছরে মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত এবং হোসনে মোবারক রুমির পরিচালনায় বাংলা চলচ্চিত্র অন্থ্যোষ্টি ক্রিয়ায় শুটিং শেষ করেছেন। একই সঙ্গে অভিনেতা শাহাদৎ হোসেন এলগো পানির পাম্প নামে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। হোসনে মোবারক রুমির পরিচালনায় প্রায় ১ মিনিটের এই টিভি বিজ্ঞাপনটির কাজ শেষ হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।এছাড়া ভারতের জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল কৃষ্ণকলিতেও অভিনয় করছেন গুনী এই অভিনেতা। হতে তার আরো কিছু কাজ রয়েছে। মঞ্চের দক্ষ এই কর্মী বগুড়া থিয়েটার থেকে বেড়ে উঠে এখন দেশের মিডিয়াতে সুনাম করে যাচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে