প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ ০১:০৪
চাঁদনী সাহিত্য
যে আকাশে জ্বলত হাজার তারা
লেখক:মোঃ মাজহারুল ইসলাম
মসজিদের মিনার ছুঁয়ে যায় আকাশ,
আযানের সুরে ওঠে ঈমানের উচ্ছ্বাস।
বাইতুল হিকমায় জ্ঞানের প্রদীপ জ্বলে,
ইবনে সিনার হাতে চিকিৎসার দ্বার খুলে।
ওহির প্রথম বাণী ‘ইকরা’সেই ডাক,
বদরের প্রান্তরে ওঠে সত্যের পতাকা।
আল-খাওয়ারিজমির গণিত, জাবিরের রসায়ন,
মুসলিম সভ্যতায় বিজ্ঞানের মহান দান।
কর্ডোভার গ্রন্থাগার জ্ঞানের আধার,
আলহাম্রার স্থাপত্যে শিল্পের বিস্তার।
আল-বিরুনির গবেষণা, ইবনে রুশদের দর্শন,
স্বর্ণযুগের ঐতিহ্যে গর্বিত মুসলমান।
লিখেছেন-
মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী, আরবি বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ বগুড়া
