প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৯:৩০
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে নিউ জিল্যান্ড

অনলাইন ডেস্ক
আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'বর্তমানে নিউ জিল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।' আজ শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যে দেশগুলো নিজেদের সন্ত্রাসমুক্ত বলে, সেসব দেশে এমন হামলা অনেক দুঃখজনক। নিউ জিল্যান্ডে আমাদের কোনো দূতাবাস নেই, যে কারণে বিভিন্ন মাধ্যম দ্বারা খোঁজ খবর নিতে হচ্ছে। তবে আমাদের ক্রিকেটাররা ভালো এবং সুস্থ আছেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের কম নিরাপত্তা দেওয়া হয়েছে এমনটি আমার জানা নেই। তবে আমরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশে গত দুই তিন বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।’

এ সময় গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশেও এ রকম সন্ত্রাসী হামলা হয়েছিল। সে হামলার খবরও আমরা আগে থেকে জানতাম না। একইরকম ভাবে নিউ জিল্যান্ডেও এ সন্ত্রাসী হামলা হয়েছে। এ রকমের হামলা আগে থেকে ধারণা করা মুশকিল। তাই এটিকে দুর্ঘটনাই বলা যায়।’

তিনি জানান, ‘আমি যতটুকু শুনেছি নিউ জিল্যান্ডে শেষ টেস্ট না খেলে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে আসছে। ইতোমধ্যে দেশে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছে তারা।’

উপরে