প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯ ১৮:১৮

'ভবিষ্যতে দল পাঠানোর আগে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হবে'

অনলাইন ডেস্ক
'ভবিষ্যতে দল পাঠানোর আগে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হবে'

ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট দলকে বিশ্বের অন্য কোনও দেশে খেলতে পাঠানোর আগে আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চার লেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের শুরুতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আগামীতে যেখানেই আমাদের ক্রিকেট টিম পাঠাব সেখানে অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই পাঠাবো। কারণ আমাদের দেশে যারা খেলতে আসে তাদের আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার নিউ জিলান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় আল নূর মসজিদে সন্ত্রাসী  হামলা চালায় এক বন্ধুকধারী। এ সময় অল্পের জন্য প্রাণ বেচে যান তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা।

উপরে