প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯ ১৬:১২

এপ্রিলে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
এপ্রিলে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা আমাদের বৈঠকে বাণিজ্য, কানেক্টিভিটি, স্কলারশিপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।’

এ সময় ভুটানের পররাষ্ট্র সচিব সনাম শং বলেন, ‘ভুটানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনই বাংলাদেশে পড়াশোনা করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী ১০ বছর বাংলাদেশে মেডিক্যালের ছাত্র ছিলেন। বাংলাদেশ শুধু ভুটানের চিকিৎসকই তৈরি করছে না, সেখানের নেতাও তৈরি করছে। এজন্য বাংলাদেশ গর্ব করতে পারে।’

উপরে