প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯ ১৮:০৩

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

অনলাইন ডেস্ক
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালি ৩৪ দশমিক শূণ্য ডিগ্রী সেলসিয়াস ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

উপরে