প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:৪৭

'ভোটের পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে মাথাব্যথা নেই'

অনলাইন ডেস্ক
'ভোটের পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে মাথাব্যথা নেই'

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ভোটের পার্সেন্টেজ (শতকরা) কত হলো এটা নিয়ে মাথাব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা। সচিব বলেন, আমাদের দেশের কোনো আইন নেই যে, কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতার জন্য কত শতাংশ ভোট পড়তে হবে।

আজ রবিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে পড়েছে ৪১ শতাংশ। তবে খাগড়াছড়ি জেলার ফলাফল বাদে এই পার্সেন্টেজ হিসাব করা হয়েছিল। তবে রাঙ্গামাটিসহ সব উপজেলাগুলোর ফলাফলে হিসাব করলে তা ৪৫ শতাংশ হবে। তবে তৃতীয় ধাপের নির্বাচনে ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়বে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, একটি রাজনৈতিক জোট নির্বাচনে অংশ নেয়নি। তারা কিন্তু ভোটে আসেনি। অপরদিকে ভোটারদের ভোটকেন্দ্রে না আসার জন্য তাদের প্রচারণা আছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, রবিবার ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। অনিয়মের কারণে ১৪টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে কটিয়াদীর নির্বাচন। কটিয়াদীতে অনিয়মের প্রমাণ পাওয়ায় একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে আরো কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সচিব বলেন, চট্টগ্রামের চন্দনাইশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল মারাত্মক আহত হয়েছেন। তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন। তার আর্টারি ছিঁড়ে যাওয়ায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে হেলিকপ্টারে করে এনে ভর্তি করানো হয়েছে। কেননা, অন্য কোথাও এই চিকিৎসা নেই।

হেলালুদ্দীন আহমদ বলেন, সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন মনে করছেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে তিন ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের এবং ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপরে