প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯ ১৮:১২
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন স্পিকার
অনলাইন ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত মঙ্গলবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে হাইকমিশন মিলনায়তনে কেক কেটে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাব কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এবং সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, আনোয়ারুল আবেদীন খান ও আহসানুল ইসলাম (টিটু)।