প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯ ১৮:১৩
দেশে পৌঁছেছে ক্রাইস্টচার্চে নিহত আরো ২ বাংলাদেশির মরদেহ
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ বাংলাদেশির মধ্যে ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহ মঙ্গলবার রাতে দেশে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তাদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর স্বজনরা মরদেহগুলো গ্রহণ করেন।
নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে। ওই হামলায় আহত কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল চিকিৎসাধীন আছেন।