প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯ ১৯:৩২
ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে এরশাদের দুঃখ প্রকাশ
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ শনিবার সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আজ শনিবার ভোরে ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।
এ ঘটনার প্রায় দুই বছর আগে একই জায়গায় আগুন লেগেছিল। তবে সে ঘটনার পরেও পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা রাখেনি মার্কেট কর্তৃপক্ষ।