প্রকাশিত : ১ এপ্রিল, ২০১৯ ১৯:৩৪

চিকিৎসার জন্য খালেদাকে হাসপাতালে স্থানান্তর

অনলাইন ডেস্ক
চিকিৎসার জন্য খালেদাকে হাসপাতালে স্থানান্তর

চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় খালেদাকে বহনকারী গাড়ি বহর বিএসএমএমইউতে পৌঁছায়। এরপর হুইল চেয়ারে করে খালেদাকে হাসপাতালের ভেতরে আনা হয়।

এর আগে সকালে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১২:২০ মিনিটে খালেদাকে নিয়ে রওনা হয় গাড়িবহর।

খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনে সেখানেই তাকে রাখা হবে বলে জানা গেছে।

এর আগে আজ চিকিৎসার জন্য বিএসএমএমইউতে যেতে খালেদা জিয়া মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

এরপর সোমবার যে কোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উপরে