প্রকাশিত : ২ এপ্রিল, ২০১৯ ১৭:৫৭
সাংবাদিকদের মির্জা ফখরুল
শপথ নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছেন মোকাব্বির
অনলাইন ডেস্ক
বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছে, প্রতারণা করেছে। এটা তার নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা।
আজ মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে মোকাব্বির খান শপথ নেওয়ায় পর সাংবাদিকদের কাছে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানকে। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।