প্রকাশিত : ৩ এপ্রিল, ২০১৯ ১৯:৩৩
পহেলা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না

অনলাইন ডেস্ক
মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, মুখে মুখোশ পরা যাবে না, হাতে মুখোশ নিয়ে যেতে পারবেন। আজ বুধবার সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকের পর ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

ভুভুজেলা নামে বিকট শব্দের বাঁশি না বাজানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাউকে এটা বাজাতে দেবো না।

বিকেল ৫টার মধ্যে আয়োজন স্থানে মানুষ আসা বন্ধ করে দেওয়া হবে জানিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান স্থল ত্যাগ করার নির্দেশনা দেন মন্ত্রী।

পহেলা বৈশাখে এখন পর্যন্ত নাশকতা আশঙ্কার কোনো খবর গোয়েন্দা সংস্থার হাতে নেই বলেও জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে, যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করবে। 

এসময় মন্ত্রী আরো বলেন, নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগযোগ ব্যবস্থা মনিটর করা হবে।

উপরে