প্রকাশিত : ৩ এপ্রিল, ২০১৯ ১৯:৪০

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত বের হয়ে যায়। পরে আগুন নেভানো গেলেও গাড়িটির বেশিরভাগ অংশই পুড়ে যায়।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম সাংবাদিকদের জানান, বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় গাড়িটির সামনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রাইভেটকারে আগুনের খবরে আমাদের দু'টি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে

উপরে