প্রকাশিত : ৯ এপ্রিল, ২০১৯ ১৮:০৩
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
অনলাইন ডেস্ক
সিলেটের ফেঞ্চুগঞ্জে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের ধোপড়িয়া হাওরে এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুঁড়ি এলাকার মৃত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া ও একই এলাকার আনোয়ার হোসেন।
ওসি বদরুজ্জামান জানান, বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। তিনি নিজেই ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান।