প্রকাশিত : ৯ এপ্রিল, ২০১৯ ১৮:০৬

প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন সোহেলের ভাই

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন সোহেলের ভাই

প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে আকুতি জানিয়েছেন ফায়ারম্যান সোহেলের ভাই উজ্জ্বল। তিনি বলেন, ভাই ছিল আমার পরিবারের শেষ সম্বল। ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই। আমার পরিবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।

আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে সোহেল রানার প্রথম জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন।

উজ্জ্বল বলেন, আমার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার ভাই এমন ছিল, যে প্রত্যেক সময় কোনো কাজের দায়িত্ব থাকলে সেটি মন দিয়ে করতো। অন্যের কাজের জন্য সব সময় আগ্রহ দেখাতো। আপনারা আমার ভাইকে ক্ষমা করে দিবেন। আমার ভাই যেন জান্নাতবাসী হয় সে দোয়া করবেন।

ভাইয়ের শোকে উজ্জ্বল আর কোনো কথা বলতে পারেননি। পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

উপরে