রাফির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়েও বিএনপি রাজনীতি করছে-তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাফির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়েও বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে। যারা মানুষ মারার রাজনীতি চালু করেছে, তাদের মুখে নুসরাত নিয়ে কথা বলা শোভা পায় না। বিএনপি নেতাদের নুসরাতের বাড়ি যাওয়া মূলত আলগা সোহাগ।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিএনপি সবকিছু নিয়ে রাজনীতি করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এটা ঠিক নয়। নুসরাত হত্যা দুঃখজনক ও মর্মান্তিক। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। কাউকে ছাড় দেওয়া হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পত্রিকায় দেখলাম বিএনপি সংসদে যাওয়ার বিষয়ে বৈঠক করেছে। যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে ইতিবাচক। তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে। আমরাও স্বাগত জানাই। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সংসদে যোগ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।