প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ১৮:১৭

গ্যাটকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল

অনলাইন ডেস্ক
গ্যাটকো মামলা : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। এ মামলার শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এ জন্য বিচারক মামলার শুনানি আজকের মতো মুলতবি রেখে আগামী নতুন করে এ দিন ধার্য করেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।

উপরে