প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯ ১৭:৫৩

নুসরাত হত্যাকাণ্ড, সহপাঠী শামীম ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
নুসরাত হত্যাকাণ্ড, সহপাঠী শামীম ৫ দিনের রিমান্ডে

সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িত তার সহপাঠী শামীমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মো. শাহ আলম ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারাফ উদ্দিনের আদালতে শামীমকে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড চায়। আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) বিকালে সোনাগাজী উপজেলার পশ্চিম তুলাতলি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম মো. সফি উল্লাহ। শামীম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী। সে নুসরাতের সহপাঠী। পিবিআই পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। পরিদর্শক শাহ আলম জানান, মামলা এজহারভুক্ত আসামি নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম ও আবদুর রহীম শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শামীমের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। 

গত ৬ এপ্রিল ওই মাদরাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান। হত্যা মামলা হওয়ার পর এখন পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। বাকি আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে।

পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার জানান, তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত পরোক্ষদেরও আইনের আওতায় আনা হবে। 

উপরে