প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:২৪
কাল দেশে আনা হবে শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) এর মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হবে।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
তিনি আরও বলেছেন, শেখ সেলিমের জামাতার পায়ে গুরুতর জখম, তাই তাকে এখনি ফিরিয়ে আনা সম্ভব নয়।