মন্ত্রিসভায় রদবদলের কারণ জানালেন ওবায়দুল কাদের
মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাজের গতি আরও বাড়াতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার পুনর্বিন্যাস করেছেন। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
সোমবার রাজধানীর বনানীস্থ সেতু ভবনের সভাকক্ষে সেতু বিভাগের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সভা ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, সময়ের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। কাজের সুসমন্বয়, গতি, কোয়ালিটি নিশ্চিত করতেই তিনি এটি করেছেন।
বিএনপির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ফখরুলের সংসদে যাওয়া উচিত ছিল দলের স্বার্থে। বিরোধী পার্টি শক্ত অবস্থানে থাকলে সরকারের জন্য ভালো। সরকার ভুল করলে ধরিয়ে দিবে। সমালোচনা করলে সরকারের কাজ করতে সুবিধা হয়।
ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিরোধ প্রসঙ্গে কাদের বলেন, ছাত্রলীগের ঘটনাটি দুঃখজনক। আমি অনুপস্থিত থাকার কারণে বিষয়টি অবহিত ছিলাম না।