জয়পুরহাটে ১ হাজার ৫শ ট্রাক শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আসন্ন ঈদের খুশি ভাগাভাগি করে নিতে জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংকলড়ি কাভার্ড ভ্যান মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১ হাজার ৫শ সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে সংগঠনের জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট পৌরসভার মেয়র ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তফিজুর রহমান মোস্তাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সামছুল আলম ও পিকআপ মালিক সমিতির সভাপতি প্রভাষক সুমন সাহা।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ বিষয়ে সংগঠনের সভাপতি আনিছুর রহমান আনিছ জানান, ‘প্রতি বছরের ন্যায় এবারো ইউনিয়নের আওতাভুক্ত ১হাজার ৫শ সদস্যকে সেমাই, চিনি, দুধ, গায়ে মাখা সাবান, মসলা ও চাল বিতরণ করা হয়।’ সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘আজকের এই দিনে ট্রাক শ্রমিকদের শেষ আশ্রয়স্থল সংগঠনের নামে বায়না সূত্রে যে সাড়ে ৪শতক জমি কেনা হয়েছিল, সেটিতে আনুষ্ঠানিক ভাবে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয় প্রধান অতিথি।’
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন