প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:০৭

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ২০২৯

অনলাইন ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ২০২৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দুই হাজার ২৯ জন এ ভাইরাসে সংক্রমিত হন। এ পর্যন্ত সবমিলিয়ে শনাক্ত হয়েছেন চল্লিশ হাজার ৩২১ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এমন তথ্য জানানো হয়েছে।তিনি জানান, ৪৯টি ল্যাবে ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নুমনাসহ পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩১০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি।তিনি বলেন, ৪৯ টি ল্যাবে নতুন সংযোজিত হয়েছে সিরাজগঞ্জে শহীম এম. মনসুর আলী মেডিকেল কলেজ।

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে