প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ১৩:৫১

সংসদ সচিব নরেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রেস বিজ্ঞপ্তি
সংসদ সচিব নরেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন। দ্রুত রোগমুক্তির জন্য সচিব সবার দোয়া কামনা করেছেন। ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে