প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১ ২০:১৯

দিনাজপুরের হাকিমপুরে নৌকার মাঝি হলেন জামিল হোসেন চলন্ত

অনলাইন ডেস্ক
দিনাজপুরের হাকিমপুরে নৌকার মাঝি হলেন জামিল হোসেন চলন্ত
দিনাজপুরের হাকিমপুরে পৌর মেয়র পদে বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
 
এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এর আগে তিনি ওই পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
নির্বাচন কমিশনের ফলা ফলে নৌকা মার্কায় জামিল হোসেন চলন্ত পেয়েছেন ১০৯৯৬ ভোট এবং বিএনপির ধানের শীষ মার্কার সাখাওত হোসেন শিল্পী পেয়েছেন ৪৯৪৭ ভোট। 
 
শনিবার সন্ধায় উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি রির্টানিং অফিসার  শফিকুর রহমান আকন্দ নির্বাচনীয় ফলাফল ঘোষনা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়। 
 
এবার হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের বিপরীতে ৩৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
 
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, হাকিমপুর পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ১০ হাজার ৭৫৩ পুরুষ এবং ১০ হাজার ৭৮৪ জন মহিলা ভোটার রয়েছেন।
উপরে