প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৫৯

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত

রাজধানীর বিমানবন্দরের বনরূপা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিন ব্যাপারী (৩৬) নামে রেলওয়ের এক কর্মচারী (ওয়ে ম্যান) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ফেরুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের দি মেরিডিয়ান হোটেলের অপর পাশে বনরূপা রেলগেটে কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে রেলওয়ে কর্মচারী (ওয়ে ম্যান) মারা যান।

এএসআই আরও জানান, নিহতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

উপরে