প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২১ ২৩:১৯

মিরাজের সেঞ্চুরিতে রান-পাহাড়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
মিরাজের সেঞ্চুরিতে রান-পাহাড়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাট করেছে স্বাগতিক বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অসাধারণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার অনবদ্য ১০৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৪৩০ রান করেছে টাইগাররা।

টাইগার ইনিংসের ১৪৮তম ওভারে ক্যারিয়ানদের সবচেয়ে সফল বোলার জোমেল ওয়ারিকারেন বলে ডাবল নিয়ে ১৬০ বলে সেঞ্চুরি পূরণ করেন মিরাজ।

এর আগে ৫ উইকেটে ২৪২ রানে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। গতকালের ৩৪ রানের সঙ্গে আজ ৪ রান যোগ করেই ওয়ারিকানের বলে বোল্ড হন লিটন। এরপর মিরাজকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন সাকিব (৬৮)। বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায়ের পর তাইজুল ইসলামকে (১৮) নিয়ে ৪৪ রানের জুটি গড়েন মিরাজ।

এরপর নাঈম হাসানকে (২৪) নিয়ে নবম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন মিরাজ। আর শেষ উইকেটে মুস্তাফিজের সঙ্গে ১৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১০৩ রানে সাজঘরে ফেরেন মিরাজ। মিরাজের আউটের সঙ্গে সঙ্গেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকান ৪ উইকেট লাভ করেন। এছাড়া রাকিম কর্নওয়াল নেন ২টি উইকেট।

উপরে