পার্বতীপুরে আন্তঃজেলা অপরাধ চত্রেুর ২ সত্রুীয় সদস্য গ্রেফতার
পার্বতীপুর রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে আন্তঃজেলা অপরাধ চত্রেুর ২ সক্রীয় সদস্যকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ । আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানা সূূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পার্বতীপুর রেল জংশনের ২ নং প্লাটফরমে অবস্থানরত চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই স্যামসাং জে ওয়ান মডেলের মোবাইল ফোনসহ নুরুজ্জামান ওরফে মিনু (৩৩) ও মানিককে (২০) হাতে নাতে গ্রেফতার করে। মিনু’র বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলার ফকিরপাড়া গ্রামে। সে মৃত আজিজ শেখের পুত্র। মানিকের বাড়ী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরিপাড়া মহল্লায়। সে মোঃ জুয়েলের পুত্র। পরে উদ্ধার হওয়া মোবাইলের সূত্র ধরে মালিক মোঃ রুবেলকে (২১) খুঁজে পায় পুলিশ। পরে রুবেল তাদের বিরুদ্ধে থানায় মামলা করে।রুবেল জানায়, চলন্ত ট্রেনে তার মোবাইলটি খোয়া গিয়ে ছিল।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল-মামুন জানান, রেলওয়ে পুলিশ গোপন সূত্রে আন্তঃজেলা চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে। তারা দীর্ঘ দিন থেকে বিভিন্ন ট্রেনে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, স্বর্ণালংকার চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।