প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৪২

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

অনলাইন ডেস্ক
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ট্রাকচাপায় বাবুল মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কালীপুর রামদাশ মুন্সির হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গুনাগরির দিকে যাচ্ছিলেন বাবুল। চট্টগ্রাম শহর থেকে আসা বাঁশখালীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, ‘কালীপুর এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে