প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩০

আ.লীগের নির্বাচনী সমাবেশে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
আ.লীগের নির্বাচনী সমাবেশে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ

সাতক্ষীরায় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মোননীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসমাবেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আহমেদ বলেন, সমাবেশ চলাকালে স্টেজে ওঠানামাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় যুবলীগ কর্মীদের হামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুজ্জামান জিকোসহ দুই কর্মী গুরুতর আহত হয়। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে যুবলীগ কর্মী রবিন জানান, স্টেজের পাশে অবস্থানকালীন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বল্লি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লাল্টুকে মারধর করেন। পরে যুবলীগের কর্মীরা এর প্রতিবাদ করলে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এ সময় ৩ যুবলীগ কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে