প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৩

স্বামীর সহায়তায় ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

অনলাইন ডেস্ক
স্বামীর সহায়তায় ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাসে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর থানায় মামলা হয়।

অভিযুক্ত ফারুক হোসেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হযরত নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিকবাহী বাসের চালক। অপর অভিযুক্ত ওই নারীর স্বামী সোহেল রানা (২৪) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

ধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘৩ মাস আগে স্থানীয় কারখানার শ্রমিক সোহেল রানার সাথে ওই নারীর বিয়ে হয়। তার পরিবার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে থাকে। শনিবার সন্ধ্যায় তার সাথে স্বামীর ঝগড়া হয়। ঝগড়ার পর অভিযুক্তকে সাথে দিয়ে তাকে তার বাবার বাড়িতে পাঠান স্বামী সোহেল রানা। পরে বাবার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে অভিযুক্ত ফারুক হোসেন তার গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে দেয়। দিবাগত রাত আড়াইটার দিকে তাকে তার বাবার বাড়িতে পৌঁছে দিতে এলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন এ বিষয়ে বলেন, ‌‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। অপর অভিযুক্ত ওই নারীর স্বামীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। সে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে।’

  দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে